ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৯
প্রবাস ডেস্ক : দেশে বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের অগ্রযাত্রা আরো এগিয়ে নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের ডিব্বা আল ফুজাইরাহতে মৌলভীবাজারের বড়লেখা থানার সুজানগর ঐক্য পরিষদের দেয়া সংবর্ধনায় এসব বলেছেন এন আর বি ব্যাংকের পরিচালক আব্দুল করিম সি আই পি।
শুক্রবার দিব্বার ইন্ডিয়ান ক্লাবে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান। সাংবাদিক তিশা সেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: হোসেন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বাংলাদেশ চেম্বারের সভাপতি আহমেদ রিয়াজ।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর শামিম আহমেদ, আলহাজ্ব আমিন আলী,খলিলুর রহমান, জাবেদ মিয়া, হাজী আক্তার আলী, আব্বাস মিয়া, সাজ্জাদ মিয়া, আব্দুল হামিদ, আবু রুকিয়ান ও সাংবাদিক লুৎফুর রহমান।
এ সময় আরো বক্তব্য রাখেন আবুল কালাম, তারেক তালুকদার, জোবায়ের আহমদ নেপুর, ইমরান মাহমুদ, মারুফ আহমদ, দেলোয়ার হোসেন, আমির আলী, আব্দুস শহিদ সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে সুজানগরের আগর আতর দিয়ে বাংলাদেশের পরিচিতি বাড়ছে। এ শিল্পের আরো উন্নয়নে সরকারকে এগিয়ে আসার আহবান জানান তারা। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech