ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এনইইউবি বিজনেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২১গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা খানম সুইটি ও সাধারণ সম্পাদক হিসাবে বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আশরাফুজ্জামান চৌধুরী মনোনীত হয়েছেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও এনইইউবি বিজনেস ক্লাবের উপদেষ্টা মো.মিজানুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২১ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি নবীয়া আক্তার ঝুমা (১৮তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক মায়িশাতা সমিয়া (১৮তম ব্যাচ) ও আমিনা ইসলাম মুনা (১৯তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (২১তম ব্যাচ), সহকারি সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শামু (২৩তম ব্যাচ), অর্থ সম্পাদক আমিনা আক্তার উর্মি (১৮তম ব্যাচ), যোগাযোগ সম্পাদক মো. মনোয়ার হোসাইন (২২তম ব্যাচ), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুল হায়াত ফরহাদ (২৪তম ব্যাচ), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সন্দীপ দত্ত (২১তম ব্যাচ), নির্বাহী সদস্য জাহাঙ্গীর আহমেদ তানিম (২০তম ব্যাচ), আব্দুল মুস্তাকিম চৌধুরী ফায়েক (২৪তম ব্যাচ), সুমাইয়া আক্তার ইমি (২৪তম ব্যাচ) এবং রুবাইয়া ফজলুজিসা (২৬তম ব্যাচ)।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ক্লাবের প্রাক্তন সভাপতি সাঈদ আব্দুলাহ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ ফয়সাল আলী ইমন জানান, বিগত বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্লাবের বেশ কিছু কার্যক্রম অনির্দিষ্ট কাল ধরে স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন কার্যনির্বাহী কমিটি সে সকল কার্যক্রম সফলতার সহিত সম্পন্ন করবেন বলে তারা আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech