ঢাকা ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরের ঝুগিডুরা হাওর থেকে মস্তকবিহীন অজ্ঞাতনামা এক তরুণীর (২০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বুরঙ্গা ইউপির প্রথমপাশা ঝুগিডুরা হাওর থেকে লাশটি উদ্ধার ওসমানীনগর থানা পুলিশ।
ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক তরুণীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় এলাকাবাসীর নিকট থেকে খবর পেয়ে পুলিশ ঝুগিডুরা হাওরে পানির মধ্যে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তরুণীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে। লাশটি অর্ধগলিত হওয়ায় ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক পূর্বে লাশটি হাওরে গুম করে রাখা হয়েছিল।
ওসি রাশেদ মোবারক আরও জানান, সিআইডির ক্রাইম সিন, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যদের খবর দেয়া হয়েছে। লাশটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে গোয়েন্দা বিভাগের লোকজনরা পরীক্ষা নিরিক্ষা করে ঘটনার ক্লু উদঘাটন করার চেষ্টা করা হবে।
মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। লাশের পরিচয় জানা চেষ্টা চলছে বলে ও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech