ঢাকা ২৪শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
বিজয়ের কণ্ঠ ডেস্ক
ঘন কুয়াশার কারণে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।
সূত্র জানায়, শনিবার সকাল আটটার দিকে বিমানের দুবাই থেকে আসা ফ্লাইটে দুই শতাধিক যাত্রী রয়েছেন। কুয়াশার কারণে তাদের অপেক্ষমাণ স্বজনদের মধ্যে উদ্বেগ ছিল।
সিলেটে অবতরণের খবরে স্বস্তি নেমে আসে। কুয়াশা কেটে গেলে দুবাইয়ের ফ্লাইট সিলেট থেকে চট্টগ্রাম আসবে। এখানেই কাস্টমস ও ইমিগ্রেশন সম্পন্ন হবে যাত্রীদের।
শনিবার সকাল ১০টা ৪২ মিনিটের দিকে কুয়াশা কেটে যাওয়ার পর প্রথম অবতরণ করে ঢাকা থেকে আসা বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট। এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ ফ্লাইট আসতে থাকে।
এদিকে ঘন কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরের মূল জেটিতে জাহাজ আনা-নেওয়ায় বিঘœ ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech