ঢাকা ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : সিলেট কেমব্রিজ গ্রামার স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল প্রকাশ ও ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আহমদের সভাপতিত্বে ও শিক্ষক খলিলুর রহমান ফয়সলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “সকল উন্নয়নের মূল চাবিকাঠি আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই শিশুরা। শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। শুধু পাঠ্যবই নয় বরং খেলাধুলা, শরীরচর্চাসহ অন্যান্য কর্মকান্ডেও শিশুদের অংশগ্রহণ করতে হবে।”
মেয়র আরিফ আরো বলেন, “আমাদের সিলেটে শিক্ষার হার খুবই কম। শতকরা ২২ জন শিশু স্কুলে যায় যা অত্যন্ত হতাশাজনক। আমাদের কমপক্ষে ৮০ শতাংশ শিশুকে শিক্ষার আওতায় আনতে হবে। তাহলেই আমরা ভবিষ্যতে আলোর দেখা পাব।”
শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে বলেও জানান মেয়র।
পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech