ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
ডেস্ক প্রতিবেদন : কানাইঘাট সদর ইউপির ঐতিহ্যবাহী ছোটদেশ উচ্চ বিদ্যালয় সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক মুফজ্জিল আলীর অবসরে বিদায়ী সংবর্ধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ছোটদেশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক মুফজ্জিল আলীকে এ সংবর্ধনা দেওয়া হয়।ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হাই সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামদ্দ বারিউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাইঘাটে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ডেলটা মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ডা. হারুন রশিদ, সিলেট উওর সার্কেল এর সিনিয়র সহ পুলিশ সুপার আব্দুল করিম, শ্রীহট্র মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহ্বাজ মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট সরকারি কলেজের উপাধক্ষ অধ্যাপক লুকমান হোসেন, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম এ হান্নান, চেয়ারম্যান মাসুদ আহমদ, মামুন আহমদ প্রমুখ। বিদায়ী সংবর্ধনায় বক্তারা বলেন, শিক্ষকতা এক মহান পেশা। এ মহান পেশায় আত্মনিয়োগ করে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মধ্য দিয়ে বিদায়ী প্রধান শিক্ষিক মো: মুফজ্জিল আলী তার বর্ণিল কর্মময় জীবনের যবনিকা টানেন। বক্তারা আরো বলেন, মো: মুফজ্জিল আলী ব্যক্তি জীবনে একজন অক্লান্ত কর্মী ও শিক্ষায় নিবেদিত প্রাণ আদর্শ শিক্ষক ছিলেন। শ্রেণিকক্ষের পাঠদানের মহান দায়িত্বের পাশাপাশি বিদ্যালয় বিভিন্ন কাজ তিনি সুনাম ও দক্ষতার সাথে তার উপর অর্পিত দায়িত্ব সম্পাদন করেন। প্রভাষক আফসার উদ্দিন আহমদ চোধুরী ও মো: ফয়সল উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশীদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আফছর আহমদ, আহ্মেদুল কবীর মান্না, মারুফ আহমদ।
উল্লেখ্য, ছোটদেশ উচ্চ বিদ্যালয় সাবেক স্বনামধন্য প্রধান শিক্ষক মুফজ্জিল আলী ১৯৮৬ সালে থেকে ২০১৮ সাল পর্যন্ত সুনামে সাথে দায়িত্ব পালন করেছিলেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech