ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটে অবস্থানরত জকিগঞ্জের ইন্টার থেকে মাস্টার্স পর্যন্ত পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি জেডএসসি’র ৪র্থ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় সিলেটস্থ স্কলার্সহোম মেজরটিলা শাখায় এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ কবি কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো আব্দুস সবুর, সীমান্তিক এর প্রতিষ্ঠাতা সদস্য মাজেদ আহমদ চঞ্চল, ভূমি কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালিক প্রমূখ।
হোসাইন আহমদ ও রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পিয়ার মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন আহমদ শাহ তামিম। শুভেচ্ছা বক্তব্য দেন শারমিন সুলতানা কলি।
এসময় সভাপতি হিসেবে ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে জে এফ চৌধুরী ফাহিম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ইশতিয়াক হাসানকে মনোনীত করে ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা জেডএসসির বিগত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির রেজিস্টার মো. ফয়সল আহমদ, ব্যাংক কর্মকর্তা জয়নুল ইসলাম খাঁ, কলামিস্ট মাজহারুল ইসলাম জয়নাল, জকিগঞ্জ টিভির ডিরেক্টর জামাল আহমদ, আরটিভি সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, শাবিপ্রবি শিক্ষার্থী তানভীর আল হাসান, আল ইমরান হুসেন, হাবীবুর রহমান, মুশফিকুর রহমান, জেডএসসির সাবেক সভাপতি জি এম শাহাদাত হোসাইন সানি, ইয়াছির আরাফাতসহ আরও অনেকেই।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের নিয়ে ফাইভ মিনিট ফর লার্নিং পরিচালনা করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। জেএডএসসি দর্পণ নামে একটি ম্যাগাজিনেরও মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech