ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। তফসিল ঘোষণার পর থেকে আবারও তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর থেকে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। ২২ ডিসেম্বর যাচাই-বাছাই। ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার এর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, এই প্রথম বারের মতো জগন্নাথপুরে ইভিএম ভোট গ্রহণ করা হবে। শান্তিপূর্ণভাবে নির্বাচনটি সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে।
তবে গত ১০ অক্টোবর মেয়র পদে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী প্রার্থী মিজানুর রশীদ ভূইয়ার শপথ হয় ১ নভেম্বর ও ২ নভেম্বর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। সে হিসেবে নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূইয়া ২ মাসেরও কম সময় পাচ্ছেন। তবুও তিনি এ অল্প সময়ের মধ্যে বেশ কিছু উন্নয়ন কাজ করছেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech