ঢাকা ২২শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর সিলেট অঞ্চল ৭নং ময়নামতি রেজিম্যান্টের বিএনসিসির উদ্যোগে গণসচেতনতা মূলক র্যালিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সিলেট মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালি বের হয়ে রিকাবী বাজার কবি নজরুল চত্বর হয়ে চৌহাট্রা পয়েন্ট ও জিন্দাবাজার ঘোরে মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এসে শেষ হয়। র্যালি চলাকালে জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ও করোনা এবং ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
৭নং বিএনসিসি ব্যাটালিয়ন কমান্ডার প্রফেসর ক্যাপ্টেন তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মোরশেদ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের, রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল সালাহ উদ্দিন আল মুরাদ জি, মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সর্বাণী অর্জুন, কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের এডজুটেন্ট মেজর শিব্বির আহমদ বিপু, ব্যাটালিয়ন টুআইসি প্রফেসর ড. ক্যাপ্টেন আশ্রাফুল করিম, লে. মো. মনিরুল ইসলাম, লে. জেলা আমাতুল হান্না, লে. হেলাল উদ্দিন, পি ইউ ও একে এম বাকির হোসেন, পি ইউ ও মো. সুয়েবুর রহমান, পি ইউ ও শাহেদুল আলম খান, পি ইউ ও মোহাম্মদ লাহিন উদ্দিন, পি ইউ ও শাহ মো. জুল ফাজাল, পি ইউ ও সৈয়দ হাসান মাহমুদ, পি ইউ ও আব্দুল মতিন, পি ইউ ও মো. শওকত হোসেন, পি ইউ ও মো. মজির উদ্দিন, পি ইউ ও মো. সামসুদ্দোহা রাজু, এক্স ক্যাডেট বিভাস রায় পমূখ।
উল্লেখ্য, ইতো পূর্ব ক্যাডেটবৃন্দ করোনা ভাইরাস মহামারীসহ বিভিন্ন দুর্যোগে সামাজিক কার্যক্রম করেছেন। তার মধ্যে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার, খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech