ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
বিশ্বনাথ সংবাদদাতা : যদিও ইউনিয়ন পরিষদ নির্বাচন আসতে এখনো অনেক দেরি, তবে নির্বাচন নিয়ে আলোচনার যেন শেষ নেই । ভোটার এবং প্রার্থীরা তাদের হিসাব-নিকাশ করতে শুরু করে দিয়েছেন। প্রতিটি ইউনিয়নে নতুন মুখ আলোচনায়। বিশ্বনাথে খাজাঞ্চি ইউনিয়ন নির্বাচন নিয়ে ধনাট্য প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব আরশ আলী গণিকে নিয়ে ভোটারের মধ্যে আলোচনা শুরু হয়েছে । মানুষের মুখে মুখে আরশ আলী গণির নাম এখন সমাধিত । মহামারি করোনা ও বন্যা কালিন সময়ে লোকজনের পাশে থেকে সাহয্য সহযোগিতায় করে সমাজের দৃষ্টিতে আসতে সক্ষম হয়েছেন তিনি। বিষয়টি আরস আলী গণির সমর্থকেরা ইতিবাচক হিসেবে দেখছেন।
তিনি শুধু সমাজসেবক, শিক্ষানুরাগী ও সংগঠক নয়, একজন মুজিব সৈনিকও বটে, সৌদি আরব’স্থ বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা শাখার সংগ্রামী সভাপতিসহ দেশে-বিদেশে অনেক সামাজিক সংগঠনের দায়িত্ব অতি সুনামের সাথে পালন করে যাচ্ছেন তিনি । একজন দাতা হিসাবেও রয়েছে তারঁ অনেক পরিচিতি । উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাজাঞ্চি ইউনিয়ন হওয়াতে এখন সবার দৃষ্টি এই ইউনিয়নের দিকে, কে বা কারা হচ্ছেন এই বারে চেয়ারম্যান প্রার্থী । এবারে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতিক হবে কি না এলটাও আলোচনার মুল বিষয় । সরকার এ বিষয়ে এখন সঠিক সিন্ধান্ত নেয়নি, নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, অপেক্ষা করতে হবে আরো সময়ের জন্য । তবে দলীয় ভাবে প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রদান গুরুত্বপূর্ণ । সমাজসেবক আলহাজ্ব আরশ আলী গনির সমর্থকেরা মনে করেন দলীয় প্রতিকে নির্বাচন হলে তারঁ দল বিশেষ বিবেচনায় মনোনয়ন দিবে । ব্যক্তি হিসেবে তিনি দল-মতের উর্ধে গোটা ইউনিয়ন ঝুড়ে। শুধু প্রতিক নয়, প্রার্থীর ব্যাক্তিগত যোগ্যতা, দক্ষতা এবং সমাজ উন্নয়নে রয়েছে এলাকায় তারঁ বহু পরিচিতি । সবমিলিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আরশ আলী গনিকে জয়ী হওয়ার সম্ভাবনা দেখছেন উপজেলার সুশিল সমাজ ।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech