ঢাকা ১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
ডেস্ক প্রতিবেদন : মুজিববর্ষ পালনে ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেকবার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার বিশ্বদীপ দে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজার শ্রীমঙ্গলের টি-রিসোর্ট মিউজিয়ামে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মুজিববর্ষ পালনে আমার দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনেকবার আলোচনা হয়েছে। আমরা বলেছি যে, যখন এই শত বছর সেলিব্রেট করবেন, আমরা আপনাদের সঙ্গে সেলিব্রেট করবো। যা কিছু আপনাদের রূপরেখা হবে,তারমধ্যে আমরা থাকব। আমাদের ধারণা যে, শেখ মুজিবুর রহমান শুধু আপনারদের নয়,উনি সারা বিশ্বের। এই বিশ্ব নেতাকে পুরো বিশ্বের কাছে নিয়ে যাওয়ার জন্য যা করণীয়, যে সহায়তা আমাদের, তা আমরা করবো।’
এসময় আরও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার এল কৃষ্ণমূর্তি, হাই কমিশনের দ্বিতীয় সচিব দীপ্তি আলংঘট প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech