ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯
স্বপন দেব, মৌলভীবাজার: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল চা বাগানের লেবার লাইনে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা বাজি করতে গিয়ে বাগান শ্রমিকদের কাছে ধরা পড়েছে দুই প্রতারক। আটক দুই প্রতারকে স্থানীয় এলাকাবাসীর আটকের পর গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গিয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। বুধবার দুপুরে আটক দু’জনকে প্রতারণার মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নের আমরাইল ছড়া চা বাগান এলাকায় নিষিদ্ধ দেশি মদ বিক্রেতাদের মোবাইল ফোনে ছবি তুলে চাঁদা দাবি করলে এলাকাবাসী তাদের আটক করে। ওইদিন সন্ধ্যায় শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মো জসিম উদ্দিন (৩৫) ও মো. দুলাল মিয়া (২৫) নামে দুই প্রতারককে আটক করে। আটক প্রতারক মো. জসিম উদ্দিন নিজেকে দৈনিক গণমুক্তি পত্রিকা ও এসডি টিভি’র শ্রীমঙ্গল প্রতিনিধি দাবি করে। সে শ্রীমঙ্গল উপজেলার লইয়াকূল গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। অপর প্রতারক মো. দুলাল মিয়া সে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয়। তার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আবদুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়া গেছে। তারা দু’জনই প্রতারক। পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতো।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech