ঢাকা ২৭শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
জৈন্তাপুর সংবাদদাতা : নিউজ প্রচারের প্রতিবাদে গত কাল হরিপুর এলাকার বিভিন্ন স্থানে, স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জৈন্তাপুর বাজারের বিশিষ্ট ইলেকটিক ব্যবসায়ী আব্দুল করিমের পক্ষে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, কয়েক দিন দরে স্থানীয় অনেক অনলাইন পত্রিকায় জৈন্তাপুর বাজারের বিশিষ্ট ইলেকটিক ব্যবসায়ী আব্দুল করিমকে নিয়ে বিভিন্ন শিরোনামে তাঁর বিরুদ্ধে নিউজ প্রচার হচ্ছে, ব্যবসায়ী আব্দুল করিম ইতি মধ্যে সামাজিক ভাবে হেপ্রতিপন্ন এবং শারীরিক ও মানোসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আজ কয়েক দিন দরে সামাজি যোগাযোগ ফ্যাইসবুকে “সীমান্তে বেপরোয়া চোরাচালান বেন্ডটিস করিম চক্রের” শিরোনামসহ নানা শিরোনামে সংবাদ প্রকাশ হয়ে আসছে। আমরা মনে করি এলাকার একটি কুচক্রীমহল আব্দুল করিমকে সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য এদরনের অনাকাঙ্গিত সংবাদ প্রচার করানো হচ্ছে। করিম একজন ইলেটিক ব্যবসায়ী সে অন্য কোন অবৈধ ব্যবসার সাথে জড়িত নয় তাকে নিয়ে এবং পুলিশ প্রশাসন ও বিজিবি এমন কি সাংবাদিকদেরকে জড়িয়ে যে নিউজ প্রচার হচ্ছে তা সত্য নয় আমরার এর নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি। বক্তারা আরো বলেন, আমরা মনে করি আব্দুল করিমের ব্যবসায়ী সফলতা দেখে স্থানীয় একটি কুচক্রমহল তাকে ও তার পরিবারকে সামাজিক ভাবে হেপতিপন্ন করার লক্ষ্যে নিউজ প্রচার করানো হয়েছে। এ দরনের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, উদ্দেশ্য প্রনোদিন, মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য অনলাই সাংবাদিকের প্রতি আহবান জানান। প্রতিবাদ সভার পর থেকে স্থানীয় অনেক ফ্যাইসবুক আইডিতে আব্দুল করিমের পক্ষে প্রতিবাদী পোষ্ট করতে দেখা গিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech