ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
নির্বাচন এক মিনিটও পেছানো যাবে না-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন। কিন্ত আমরা কী দেখলাম, কাদেরীয় তত্ত্বের বাইরে বর্তমান নির্বাচন কমিশন যেতে পারে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের প থেকে নির্বাচন কমিশনে একটি প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন পেছানোর দাবি নিয়ে। ইসি তখন জানিয়েছিলেন বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এর একদিন পরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নির্বাচন এক মিনিটও পেছানো যাবে না। আসলে এই নির্বাচন কমিশন ওবায়দুল কাদেরীয় তত্ত্বের বাইরে যেতে পারবে না। কারণ এই কমিশন বর্তমান সরকারের ব্লু প্রিন্টের (নীল নকশা) মাধ্যমে সবকিছু করছে। তারা অনেক আগেই নিজেদের আত্মা বিক্রি করেছে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে অত্যন্ত নাজুক অবস্থায় ফেলেছে।
এসময় তিনি সারাদিন বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের স্বতস্ফূর্ত শো-ডাউন ও নয়াপল্টন এলাকার পরিস্থিতি বর্ণনা করেন।
একই সঙ্গে সারাদিন দলীয় মনোনয়ন ফরম বিক্রির তথ্যও তুলে ধরেন।
রিজভী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ৪০২টি মনোনয়ন ফরম বিক্রি ও ৮৫৮ টি ফরম জমা পড়েছে। গতকাল ফরম বিক্রি হয় ৪৮৮ টি এবং জমা পড়ে ৩৯১ টি।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech