ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি: চা বাগানের শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে অসহায় কর্মহীন মানুষদের খুঁজে বের করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন মৌলভীবাজার -৪ আসনের উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি ।
বৃহস্পতিবার বেলা ১১ উপজেলার ভাড়াউড়া চা বাগান ও কালাপুর ইউনিয়নে কর্মহীন মানুষদের ঘরে ঘরে গিয়ে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তেল ও নগদ অর্থ তিনি।
জানতে চাইলে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি বলেন, দিনমজুর ও খেটে খাওয়া মানুষরা বাড়িতে থেকে অসহায় হয়ে পড়েছেন। বাড়িতে থাকা খাবার সামগ্রী শেষ হয়ে আসছে। সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছি। বলেছি আপনাদের বাইরে আসতে হবে না। খাবার আমরা পৌঁছে দেব। বাড়িতে নিরাপদে থাকুন।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীমঙ্গল থানার ওসি পরিদর্শক তদন্ত সোহেল রানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech