ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় নবীগঞ্জ শহরের গোল্ডেন প্লাজাস্থ কার্যালয়ের সামনে নবীগঞ্জ- বাহুবল উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ পরামর্শ সভা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি শেখ সুজাত মিয়া’র সভাপতিত্বে ও পৌর বিএনপি’র নেতা আশফাকুজ্জামান চৌধুরী নোমান ও ছাত্রদল নেতা অলিউর রহমান অলি’র যৌথ পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, বাহুবল উপজেলা বিএনপি’র সভাপতি আকাদ্দছ মিয়া বাবুল, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী প্রমুখ।
পরে যৌথ সভায় ড. রেজা কিবরিয়া যোগদান করেন। এসময় সহস্রাধিক নেতাকর্মীরা রেজা কিবরিয়াকে বরণ করেন। নেতাকর্মীদের উদ্যোশ্যে ড. রেজা কিবরিয়া বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য এই নির্বাচন। আমি এ নির্বাচনে জয়ী হতে সাবেক সাংসদ শেখ সুজাতের সহযোগিতা চাচ্ছি। মামলা, হামলা, ভয়ভীতি হুমকি যাই আসুক আজ থেকে এক পা পিছু হব না। ধানের শীষকে ৩০ ডিসেম্বর বিজয়ী করে ঘরে ফিরব।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech