ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮
ডেস্ক প্রতিবেদন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের মধ্য থেকে বাছাই করে ‘খসড়া’ প্রার্থী তালিকা তৈরি করেছে বিএনপি। তবে দলের দুই শীর্ষ নেতা এবং শরিক দুই জোটের সঙ্গে আসন সমঝোতার পর জোটগত প্রার্থী তালিকা চূড়ান্ত করবে বিএনপি।
বিএনপির মনোনয়ন বোর্ডসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রে ১৭৫টি আসনে প্রার্থী মনোনয়নের ‘খসড়া’ তালিকার মধ্যে সিলেটে স্থানপ্রাপ্ত ১০জন হচ্ছেন,নাছিরউদ্দিন চৌধুরী (সুনামগঞ্জ-২), ফজলুল হক আসপিয়া (সুনামগঞ্জ-৪), কলিমুদ্দিন আহমেদ মিলন (সুনামগঞ্জ-৫), ইনাম আহমেদ চৌধুরী (সিলেট-১), তাহমিনা রুশদির লুনা(সিলেট-২), শফি আহমেদ চৌধুরী (সিলেট-৩), এবাদুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-১), এম নাসের রহমান (মৌলভীবাজার-৩), হাজি মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), ডা. সাখাওয়াত হোসেন খান জীবন (হবিগঞ্জ-২), সৈয়দ মোহাম্মদ ফয়সল (হবিগঞ্জ-৪)।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech