ঢাকা ২৫শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯
নিজস্ব প্রতিবেদন
দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাহিদা বেগম দিপা ২০১৮ সালের প্রেসিডেন্ট স্কাউট পদকের জন্য মনোনীত হয়েছে।
বাংলাদেশ স্কাউটের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রেসিডেন্ট স্কাউট পদকের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। পরীক্ষায় সে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে।
২০১৮ সালের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ৭০৪জন প্রেসিডেন্ট স্কাউট পদকের জন্য মনোনীত হয় এবং দক্ষিণ সুরমায় সাহিদা বেগম দীপাসহ ২জন মনোনীত হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা স্কাউট লিডার মোঃ আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাহিদা বেগম দিপা প্রেসিডেন্ট স্কাউট পদকের জন্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন- দক্ষিণ সুরমা উপজেলা স্কাউটের সাবেক সহকারী কমিশনার সাংবাদিক এম. আহমদ আলী, হাজী জোয়াদ আলী এন্ড হাজী লতিফা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এ ফয়সল, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
অভিনন্দন বার্তায় তারা স্কাউটের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড অর্জন করায় তাকে শুভেচ্ছা জানান এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : জে.এ কাজল খান
Design and developed by syltech