ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
“৭০তম রিপাবলিক ডে অব ইন্ডিয়া” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেটস্থ ইন্ডিয়ান এসিসটেন্ট হাই কমিশনার শ্রী এল. কৃষ্ণমূর্তি এবং শ্রীমতি দূর্গা কৃষ্ণমূর্তি’কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।
২৬ জানুয়ারী শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেটের মীর্জাজাঙ্গালস্থ নির্ভানা হোটেলে এসিসটেন্ট হাই কমিশন অব ইন্ডিয়ার উদ্যোগে অনুষ্ঠিত “৭০তম রিপাবলিক ডে-তে উপস্থিত হয়ে তাদের শুভেচ্ছা জানান দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো: এমদাদ হোসেন, পরিচালক এহতেশামুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেটস্থ ইন্ডিয়ান এসিসটেন্ট হাই কমিশনারের সেকেন্ড সেক্রেটারী শ্রী গিরিশ পূজারী, সিলেটের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সিলেটস্থ ইন্ডিয়ান এসিসটেন্ট হাই কমিশনারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host