ঢাকা ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯
ডেস্ক প্রতিবেদন
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)’র সুহৃদ সমাবেশ। রোববার রাতে নগরের একটি হোটেলে ইমজার শুভাকাঙ্ক্ষী ও সুধিজনদের নিয়ে এ সুহৃদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইমজা’র সভাপতি আশরাফুল কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু’র সঞ্চালনায় সুহৃদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। এজন্য সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন। সিলেটের সাংবাদিকতার অতীত খুবই গৌরবোজ্জ্বল উল্লেখ করে তিনি বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণেও কাজ করছে। সিলেটের সাংবাদিকদের সাথে আমার সম্পর্ক খুবই ভালো। তারা সবসময়ই আমাকে আপন লোক মনে করেন। তাদের কল্যাণে আমিও কাজ করতে চাই।
সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, রুপালি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমেদ আল কবির, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমদ, চেম্বার পরিচালক হুমায়ুন আহমদ, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল আজাদ, সহ-সভাপতি মো. কয়েস গাজী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সিলেট জেলা প্রেসকাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট জেলা পরিষদের সদস্য শামীম আহমদ, সিলেট প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, সিলেট জেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসকাবের কোষাধ্যক্ষ শাহাবউদ্দিন শিহাব, সাংবাদিক মুক্তাদীর আহমদ মুক্তা প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host