ঢাকা ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫
দেখি আফসোস লাগে, বিএনপির মতো একটা জনপ্রিয় দল কই থেকে কই নেমে আসছে—শুধু জনগণের পালস বুঝতে পারেনি তাই! অথচ এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, জনগণের সাথে মিশে যাওয়ার।
বিএনপির অফিশিয়াল পেজের একটা পোস্টে দেখলাম ৮.৭ কে টোটাল রিয়েক্ট। এর মধ্যে ৫.৭ কে হাহা! আর মাত্র ৮০০ লাভ রিয়েক্ট, ভাবা যায়?
অথচ যদি ৬ আগস্ট ২০২৪ বিকালে ঢাকায় ল্যান্ড করতেন জনাব তারেক রহমান? দলমত নির্বিশেষে মানুষ উনাকে মাথায় তুলে নাচতো। মামলা, জেল—এসব উনাকে স্পর্শ করতে পারত না, জনগণ ঢাল হয়ে দাঁড়াত। উনি মানুষের কাছাকাছি যেতেন, মানুষের পালস সরাসরি বুঝতেন—তাহলে আমরা আজ ভিন্ন চিত্র দেখতাম।
চতুর্দিকে গান বাজতো—❝আজকে এই খুশির দিনে, তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে❞।
জনগণ মাথায় হাত রাখতো, দোয়া করে দিতো। তারেক রহমান দাঁড়ালে জন্ম নিত জনসভার, আর হাঁটলে জন্ম নিত মিছিলের।
৫ আগস্ট আমরা এমন দৃশ্যপট কল্পনা করেই নতুন স্বপ্ন দেখছিলাম—যেখানে বৈষম্য থাকবে না, হেডম থাকবে না, জনশক্তির ভয় দেখানো থাকবে না, পুরো জাতি এক দেশ, এক পরিবার হয়ে দেশকে এগিয়ে নিবে, দেশের জন্য কাজ করবে।
বিএনপির ভাইদের একটা কথা বলি—আমরা আপনাদের শত্রু না, আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনাদের নির্যাতিত হওয়ার সময়ে আর কিছু না পারি, আপনাদের জন্য সিম্প্যাথি কাজ করতো আমাদের।
কাছের যে সমস্ত ভাইয়েরা জেল-ঝুলুম সহ্য করেছেন, তারা জানেন, কতটা ব্যথিত হতাম আমরা। ডেবিলদের চোখরাঙানি উপেক্ষা করে আমরা মজলুম ভাইদের সাথেই বসতাম।
আমার লিস্টে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কর্মী, সমর্থক, দায়িত্বশীল যারা আছেন, আপনাদের আবারো একটা কথা বলি—আপনারা আমাদের শত্রু না, সহযোদ্ধা। আপনাদের কিছু কার্যকলাপে আমরা সাধারণ মানুষ ব্যথিত হই, অভিমান করি।
এই যে আপনাদের জনপ্রিয়তা দিন থেকে দিন তলানিতে নামছে—বিশেষ করে তরুণ প্রজন্মের মুখ ফিরিয়ে নেওয়া—এটা দেখতেও খারাপ লাগে।
শুরুর দিক থেকে যদি আপনাদের সচেতনতা থাকতো, আত্মসমালোচনা থাকতো, একটা দেশ বিনির্মাণে সবাই একসাথে মিলেমিশে কাজ করতেন? চাঁদাবাজ, দখলবাজ, খুনীদের চিহ্নিত করে ছুড়ে ফেলতেন? তাহলে এনসিপির মতো দলও জন্মাইত না। পুরো দেশ হয়ে উঠতো এক।
– ইমরান শাহরিয়ার
উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও একজন ক্ষুদ্র লেখক
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host