ঢাকা ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত পোনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামকস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ(৪৩) ও একই ইউনিয়নের রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির(২১)।
আহতরা হলেন, মৌলভীবাজার জেলার জুড়ি থানার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ(৩৫) ও সদর ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয়(২০)।
জানা যায়, বুধবার রাতে সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামকস্থানে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host