ঢাকা ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
সারাদেশ যখন শীতে কাঁপছে, শীতবস্ত্র বিতরণের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে, কিন্তু ওদের খোঁজ খবর কেউ রাখে না। ওরা রহস্যময় মানুষ। ওরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে সেখানে। এক যায়গা থেকে অন্য যায়গায় দেখা যায় ওদের।
এরকম ১৫টি পরিবার সিলেটের কুশিঘাট এলাকার সুরমা নদীর চরে বসবাস করছে, শীতের মাঝে মানবেতর জীবন যাপন করছে।
শীতের মধ্যে তাদের এই দু:খ-দুর্দশা দেখে এগিয়ে এসেছে সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা ‘জীবন ফাউন্ডেশন’।
বৃহস্পতিবার বিকেলে সুরমার চরে ১৫টি বেদে পরিবারের মুখে হাসি ফুটালো সংস্থাটি। প্রতিটি অস্থায়ী ঘরে ২টি করে শীতের কম্বল ও ২টি করে জ্যাকেট প্রদান করা হয়েছে। এতে সহায়তা করেছেন আমেরিকা প্রবাসী জাবেদ আহমদ।সিলেট ভ্রমণ গাইড
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি মো. জুনেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতায় ভিসি জহিরুল হক বলেন, বেদেরাও আমাদের সমাজের অংশ। কিন্তু রাষ্ট্রের কোন সুযোগ সুবিধা পাচ্ছে না তারা। তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা জরুরি। তাদের পরিবারে যেসব সন্তানাদি জন্ম হচ্ছে লেখাপড়ার বিষয়ে তারা বেখবর। এসব কারণে যাযাবরের এ জীবন থেকে সরে আসতে পারছে না তারা।
জীবন ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, সংস্থাটি সবসময় একেবারে নেহায়েত মানুষের পাশে কাজ করছে। যার প্রমাণ বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়ানো।
এসময় আরো উপস্থিত ছিলেন- ফাউন্ডেশন এর ট্রেজারার মো. শাকিলুজ্জামান, সদস্যবৃন্দের মধ্যে ফেরদৌস আহমদ, এস এম আতিকুর রহমান, সোহানুর আমিন রবিন প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host