ঢাকা ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বহুল প্রচারিত দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকায় অপহরণ ও বিবস্ত্র করে মুক্তিপণ দাবির সংবাদ প্রকাশের পর অপহরকদের গ্রেফতারে পরিচালনা করেছে র্যাব-৯। অভিযানে ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাবের একটি চৌকস টিম। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে র্যাবের একটি দল দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ভার্থখলা এলাকার নাজমুল হোসেনের ছেলে আহমদ হোসেন মাহিন (৩০) ও শরীয়তপুর জেলার নাড়িয়া থানার হালইসার এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুহেল আহমদ (২৪)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে র্যাবের গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করে।
এর আগে গত ১১ ডিসেম্বর ‘ফিল্মিস্টাইলে মুক্তিযোদ্ধা সন্তানকে অপহরণ, ৮ লাখ টাকায় উদ্ধার’ শিরোনামে অনলাইন ও প্রিন্ট ভার্সনে সংবাদ প্রকাশ করে দৈনিক বিজয়ের কণ্ঠ। সংবাদের বিবরণ ও ভিকটিমের মামলার প্রেক্ষিতে তৎপরতা চালায় র্যাব। এরপর গোপন সংবাদের মাধ্যমে পরিচালনা করে এই দুই অপহরণকারীকে গ্রেফতার করে তারা।
র্যাব জানায়, ভিকটিম সিলেটের কানাইঘাট থানাধীন সোনারখেওড় এলাকার বাসিন্দা। ৩০ নভেম্বর দুপুরে ভিকটিম সিলেট কোর্টে একটি মামলায় হাজিরা শেষে বিরতিহীন গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এসময় অপহরণকারীরা ভিকটিমকে বহনকারী বাস গতিরোধ করে নোয়াহ গাড়িতে করে ভিকটিমকে জোরপূর্বক হাত পা বেঁধে তুলে নিয়ে যায়। পরে ভিকটিমকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শারিরীক নির্যাতন ও বেধড়ক মারপিট করা হয়। নির্যাতনের ভিডিও ভিকটিমের পরিবারের কাছে ভিডিও দিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এসময় ভিকটিম মোবাইল ফোনে তার বড় ভাই ও বোনকে অপহরণকারীদেরকে ৮ লাখ টাকা মুক্তিপণ দেয়ার জন্য বলেন। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় তাকে বাঁচানোর জন্য দাবিকৃত ৮ লাখ টাকার মধ্যে পৃথকভাবে ৫লাখ টাকা ও ৩লাখ টাকা অপহরণকারী চক্রকে প্রদান করেন। অতঃপর অপহরণকারী গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেটের তালতলা এলাকায় ভিকটিমকে তার পিতা ও বোনের কাছে বুঝিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host