গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই ভাই গ্রেফতার

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২৫

গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের দুই ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোলাপগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ এর অভিযানে দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ থানাধীন দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে রুমেছ আহমদ (৩৫) ও তার ছোট ভাই ইমতিয়াজ আহমদ (২৫)। তারা দুইজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সহোদরদের মধ্যে রুমেছ আহমদ স্থানীয় যুবলীগে নেতা এবং ইমতিয়াজ আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ডেভিল হান্ট ফেইজ-২ এর চলমান অভিযানে যুবলীগ ও ছাত্রলীগের ২জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর