ঢাকা ২৮শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৫
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জে ‘দুর্নীতি-দুর্বৃত্তায়ন বন্ধ করো, হাওরাঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করো’Ñএই স্লোগানকে সামনে রেখে হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লাইব্রেরি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরবর্তীকালে মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় হাওরের পরিবেশ, কৃষি ও জনমানুষের অধিকার রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান বক্তারা।
সংগঠনের জেলা আহ্বায়ক শাহ কামালের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুহেল আলম ও যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মজনু।
সভায় বক্তারা বলেন, ‘হাওর ও প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে জেগে উঠতে হবে। নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় দুর্নীতির বলয় ভেঙে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।’ বক্তারা নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি মাসে সেমিনার আয়োজনের ওপরও গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ধূর্জটি কুমার বসু, সৈয়দ মুহিবুল ইসলাম, যুগেশ্বর চন্দ্র রায়, চিত্তরঞ্জন তালুকদার, সুকেন্দু সেন, ইকবাল কাগজী, অ্যাডভোকেট এনাম আহমেদ, অ্যাডভোকেট মহসিন রেজা মানিক এবং দৈনিক সুনামগঞ্জের খবর-এর সম্পাদক পঙ্কজ দে। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ওবায়দুল হক মুন্সী ও সদস্য মিজানুল হক সরকার প্রমুখ।
সম্মেলনে হাওরাঞ্চলের উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য ও দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হাওরের কৃষি, কৃষক ও মৎস্যজীবীদের ন্যায্য অধিকার আদায়ে জনমত গঠন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে সরকারকে চাপ প্রয়োগ, নদী ও খনিজ সম্পদ রক্ষায় তদারকি এবং বোরো ফসল রক্ষায় সঠিক ও টেকসই পরিকল্পনা বাস্তবায়ন, উন্মুক্ত জলাশয়ে প্রকৃত মৎস্যজীবীদের প্রবেশাধিকার নিশ্চিত করা, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
সম্মেলন শেষে বক্তারা দেশ ও জাতির স্বার্থে হাওরের জীববৈচিত্র্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার আহ্বান জানান। সভায় জেলার প্রতিটি উপজেলা থেকে আগত নদী ও হাওর রক্ষা আন্দোলনের প্রতিনিধি এবং সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host