হেতিমগঞ্জে আইডিয়াল মাদ্রাসার ফলাফল ও মেরিট অ্যাওয়ার্ড

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

হেতিমগঞ্জে আইডিয়াল মাদ্রাসার ফলাফল ও মেরিট অ্যাওয়ার্ড

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেরিট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ অনুষ্ঠান শুরু হয়ে বিকেলের দিকে শেষ হয়।
সিলেটের বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার প্রধান উপদেষ্টা, লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও সংগঠক মো. আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ফুলবাড়ি আজিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও আমেরিকা প্রবাসী মাওলানা আতিকুর রহমান, বিশিষ্ট আলেমেদ্বীন ও ইউকে প্রবাসী মাওলানা আব্দুল মতিন ফারুক, বিশিষ্ট আইনজীবী রোটারিয়ান অ্যাডভোকেট বাহা উদ্দিন, বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, ইসলামি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ইনচার্জ জালাল আহমদ, জামেয়ার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ইউকে প্রবাসী ফয়েজ আহমদ, মাদ্রাসা কমিটির সদস্য আনোয়ার হোসেন আনা, শামসুল ইসলাম আনা, সাবেক ইউপি সদস্য মাওলানা হাবিবুর রহমান, আব্দুল মালিক (মলিক), ইসলামি ব্যাংক হেতিমগঞ্জ শাখার ইনচার্জ জাকির হোসেন প্রমুখ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মানসুর আহমদ ও মাশহুদুল হোদা চৌধুরী এবং শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মাজিদ এবং সিনিয়র শিক্ষক আহমান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— হাফিজ মাওলানা গোলাম কিবরিয়া, হাফিজ মাওলানা মাশুদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী কাওসার, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা জুনেদ, মাওলানা আবুল হাসান, শাহীন আহমদ, হাফিজ মাওলানা হেলাল আহমদ, হাফিজ মাওলানা শামসুদ্দিন ও মাহাদ আহমদ।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের হাতে মেরিট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর