ঢাকা ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬
নিজস্ব সংবাদদাতা, বিশ্বনাথ
নতুন বছর উপলক্ষে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে পালকচক গ্রামে ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকার নিবন্ধিত এই ফাউন্ডেশনের সভাপতি মো. তাওহিদুর রহমান রুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাদু ভাই ছইল মিয়ার ছোট ভাই লন্ডন প্রবাসী মুনসুর আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছইল মিয়ার বড় বোন ফুলতেরা বেগম, সাপতাব মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে লন্ডন প্রবাসী মনসুর আলী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমার বড় ভাই ছইল মিয়া নিজের নামানুসারে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন। যার নাম দেওয়া হয় প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো সমাজের গরীব দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। ছইল মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে অসহায়, নিরীহ দুই জন মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করা হয়। এলাকায় দুটি জলসায় আরো কিছু অর্থও প্রদান করা হয়।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি রুহিন আহমদ, সাধারণ সম্পাদক সুরমা বেগম, ফাউন্ডেশনে সিনিয়র সহ-সভাপতি ডাক্তার সাইদুর রহমান সৈয়দ, সহ-সভাপতি হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক, সালমা বেগম, নির্বাহী সদস্য তাহমিনা আক্তার, ডালিয়া আক্তার, সোহান আহমদ, সাইফুল, স্বপ্না বেগম, সুনিয়া বেগম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host