ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ কয়ছর আলী (৩৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার গন্ধারকাপন গ্রামে তাঁর নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতার কয়ছর আলী ওই গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে। পুলিশ রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে ৬টি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কয়ছর আলীর ঘরে তল্লাশি চালায়। এসময় তার ঘর থেকে ১০৬ বোতল (৩৯,৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৬ হাজার টাকা। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ভদকা ও বিভিন্ন ব্র্যান্ডের হুইস্কি রয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host