অপহৃত স্কুলছাত্রী উদ্ধার দুই অপহরক গ্রেফতার

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৬

অপহৃত স্কুলছাত্রী উদ্ধার দুই অপহরক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহৃত হওয়ার ৩০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ অপহরণ করার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে প্রযুক্তির সহায়তায় স্কুল পড়ুয়া মেয়ে (১৫) উদ্ধার ও অপহরণের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) ও একই থানাধীন কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার মোগলাবাজারের ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের সামন থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও দুজন তরুণকে অপহরণের অভিযোগে গ্রেফতার করেন।

বুধবার (৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ওসি মনির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর পরই জিডি সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর