ঢাকা ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৬
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আখলাকুল আম্বিয়া আর নেই। (ইন্না…..রাজিউন) তিনি বুধবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগস্থ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
এদিকে বৃহস্পতিবার বাদ যোহর ভাদেশ্বর দক্ষিণভাগ জামে মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হয়।
মুক্তিযোদ্ধা আখলাকুল আম্বিয়া দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভূগছিলেন। অবশেষে তিনি বুধবার চলে যান না ফেরার দেশে।
লাশ রাষ্ট্রীয় দাফলের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ, গোলাপগঞ্জ মুক্তিযোদ্দা সখসদের কমান্ডার আকমল আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখার সভাপতি সাহাদৎ আনোয়ারসহ গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।
গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আখলাকুল আম্বিয়ার মৃত্যুে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকমল আলী, সন্তান কমান্ডের সভাপতি সাহাদাৎ আনোয়ার, সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর ও সিলেটভিউ২৪.কম এর প্রতিনিধি হারিছ আলী, দৈনিক সমকাল প্রতিনিধি রতন মনি চন্দ, দৈনিক আলোকিত সিলেট এর ষ্টাফ রিপোর্টর এমরান আহমদ, সিলেট প্রকাশ. কম এর প্রতিনিধি দীনেশ দেবনাথ ও দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি মাহমুদুল হাসান বাচ্ছু।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host