ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
প্রতিবারের মতো বর্ণিল আয়োজন ও ব্যাপক উৎসাহুউদ্দীপনার মধ্য দিয়ে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর প্রিমিয়ার লীগের ১৮তম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিলালপুর মাঠে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হিলালপুর ক্রিকেট এসোসিয়েশনের অন্যতম পরিচালক ও হিলালপুর জামে মসজিদের ক্যাশিয়ার সুলেমান আহমেদ, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘ এর সাবেক সভাপতি কাসেদুল ইসলাম সাকের, বর্তমান সভাপতি ইসমাইল আহমদ ও গ্রামের যুব নেতা জামিল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান, টুর্নামেন্টের অন্যতম পৃষ্ঠপোষক ও ক্রীড়া ব্যক্তিত্ব, ইউরো বাংলা ও এলবি ২৪-এর ব্যবস্থাপনা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। এছাড়াও অনুষ্ঠানে গ্রামের মুরব্বি, তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল বলেন, “হিলালপুর একটি এমটি আদর্শ গ্রাম হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। এই গ্রামে জন্ম নেওয়া বহু গুণীজন দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। হিলালপুর ক্রিকেট এসোসিয়েশনের মাধ্যমে টানা ১৮ বছর ধরে প্রিমিয়ার লীগ আয়োজন একটি বিরল দৃষ্টান্ত ও গ্রামের জন্য বড় গৌরবের বিষয়। খেলাধুলা শুধু দেহ নয়, মনকেও সুস্থ রাখে এবং মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host