ঢাকা ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬
বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ছাতকে হাওর রক্ষা বাঁধের কাজে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আনুষ্ঠানিক চিঠি প্রদান করেছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ছাতক উপজেলা শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমার কার্যালয়ে উপস্থিত হয়ে এই অবহিতকরণ চিঠি হস্তান্তর করেন।
এ সময় প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা জানান, ছাতক উপজেলায় চলতি মৌসুমে ২৭টি প্রকল্পের মাধ্যমে হাওর রক্ষা বাঁধের কাজ চলমান রয়েছে। বাকি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে কাজ শুরু করার প্রচেষ্টা চলছে।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উপজেলা প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সমাপ্ত করতে বদ্ধপরিকর। কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে ইউএনও আরও বলেন, “কৃষকদের স্বার্থে আপনাদের এই স্বেচ্ছাসেবী উদ্যোগ প্রশংসনীয়। মাঠ পর্যায়ে কাজ চলাকালীন যদি কোথাও কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পান, তবে তাৎক্ষণিকভাবে আমাকে জানাবেন। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
অবহিতকরণ চিঠি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার আহ্বায়ক দিলোয়ার হোসেন, সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নাছির ও তোফায়েল খান রিপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য জামিল হোসেন, মোঃ মিলন মিয়া, দিলোয়ার হোসেন জয়, জুয়েল আহমদ, চরমহল্লা কমিটির সদস্য ইসলাম উদ্দিন ও আবু তালেবসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ হাওরের ফসল রক্ষায় বাঁধের কাজ টেকসই করার এবং প্রকৃত কৃষকদের পিআইসিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host