শতাধিক মাদরাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ বৃত্তি

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬

শতাধিক মাদরাসা শিক্ষার্থী পেল গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ বৃত্তি

আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র স্কলারশিপ প্রজেক্টের আওতায় বৃত্তি পেয়েছে ১০৮ জন মাদরাসা শিক্ষার্থী। রবিবার বেলা ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই স্থিত জালালাবাদ আইডিয়াল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ ওয়েস্ট অব স্কটল্যান্ড বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কৃত্তিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ও নোয়াখালী প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ভিজিটিং প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ।
মাদরাসা শিক্ষার্থী মাছুম আহমদের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যুক্তরাজ্যস্থ লন্ডন মুসলিম সেন্টারের সাবেক ডিরেক্টর দেলোয়ার হোসেন খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, লন্ডন এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুনিম জাহেদী ক্যারল, স্থানীয় প্রতিনিধি, মাদরাসার শিক্ষ ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট এ পর্যন্ত প্রায় বিশ^ব্যাপী দেড় কোটি মানুষকে সহযোগিতা করেছে। এখন পর্যন্ত অনেক প্রকল্প চলমান রয়েছে এবং অনেকগুলো বাস্তবায়নও করা হয়েছে। হাফেজ তৈরির জন্য গরিব ও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত বৃত্তি প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩ বছর ব্যাপী মেয়াদের বৃত্তির অংশ হিসেবে ১০৮ শিক্ষার্থীর হাতে মাসিক এ বৃত্তির টাকা তুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, গ্লোবাল এইড ট্রাস্ট আশা করে এই আর্থিক সহযোগিতার মাধ্যমে বাচ্চারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিবে। সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর হবে এবং প্রতিটি ঘরে কোরআনে হাফেজ তৈরি হবে। এসবের বিনিময়ে গ্লোবাল এইড ট্রাস্ট শুধুমাত্র দোয়াটুকু প্রত্যাশা করে। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর