ঢাকা ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৬
শীত মৌসুমে অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে শীতবস্ত্র বিতরণের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের লাক্কাতুরা চা বাগানের শতাধিক শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, নকশী বাংলা ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণার্থী শান্তা লোহার, সপ্না গোয়ালা, নিশীতা কুর্মী, সোনা মণী লোহার।সমাজসেবামূলক সেচ্ছাসেবী সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল বলেন, নকশী বাংলা ফাউন্ডেশন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক দায়িত্ব হিসেবে। আমরা সিলেটের বিভিন্ন জায়গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে সমাজের অবহেলিত শতাধিক চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আমাদের সকলের উচিৎ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণ। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host