গোলাপগঞ্জে আ.লীগ নেতা মঈন গ্রেফতার

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

গোলাপগঞ্জে আ.লীগ নেতা মঈন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি উপজেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জনুয়ারি) রাতে উপজেলার ভাদেশ্বরপর মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের উসমান আলীর পুত্র।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মঈন উদ্দিন হত্যাসহ একাধিক মামলার আসামি। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বরের মীরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ। তিনি জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মঈন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন তথ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর