সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পূর্ণমিলনী

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পূর্ণমিলনী

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনারহাট উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন ও পূর্ণমিলনী অনুষ্ঠান জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে “শেকড়ের টানে, চলো মিলি প্রাণের উৎসবে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়।
সোনারহাট উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।
রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক আব্দুল করিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আহাদ সুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর অহিদুর রব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পুলক রঞ্জন চৌধুরী, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এম এ রহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. দিলওয়ার হোসেন বাবর, সোনারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর ইকবাল, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস শহীদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সামছুদ্দীন কামাল, সোনারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুর রাজ্জাক, উদযাপন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ আয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর