ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ
বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক লুৎফর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌরসভা কার্যালয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মরত বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
পৌরসভা ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক বিষয়াদি, আইনশৃঙ্খলা নিয়ে এসময় আলোচনা ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর অবহিত করেন পৌর প্রশাসক লুৎফর রহমান।
এসময় সাংবাদিদের অবাদ তথ্য সহায়তা, বাসিয়া নদীর উন্নয়নে করণীয়, ফসলী জমির উপরি ভাগের অবাদে মাটি কাটা রোধে আইনগত প্রদক্ষেপ গ্রহণ, পৌর শহরের ট্রাফিক সমস্যা সমাধান, বাসাবাড়ির বর্জ্য অপসারণে ডাস্টবিন ব্যবস্থাপনা, হোল্ডিং ট্যাক্স ও পৌরসভার উন্নয়নে রাস্তা ঘাট ও অবকাঠামো নির্মাণে উদ্যোগ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সক্রিয় সমাধানের আশ্বাস প্রদান করে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিতি ছিলেন পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন আহমদ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক আমাদের সিলেট ও বিশ্বনাথ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন উদ্দিন, দৈনিক মানবকণ্ঠ ও জৈন্তাবার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আলতাব হোসেন, দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, স্বাধীন বাংলা ও গাংছিল টিভির বিশ্বনাথ প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবে দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার উপজেলা প্রেসক্লাবের সদস্য এস এ সাজু প্রমুখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host