ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
ছাতক প্রতিনিধি
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে ছাতক উপজেলায় বিভিন্ন শ্রেণি-পেশার দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
এ সময় বাক প্রতিবন্ধী, হিজড়া জনগোষ্ঠীর অসহায় সদস্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি পৌর শহরের চরেরবন্দ, বৌলা, তাতিকোনা, জাউয়া বাজার বড়কাপন এলাকায় বসবাসরত দরিদ্র শীতার্ত মানুষদের পাশাপাশি হাসনাবাদ এতিমখানা ও ছাতক এতিমখানার শিশুদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কর্মসূচিতে ইউএনও ডিপ্লোমেসি চাকমা বলেন, শীতকালে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষদের সঠিকভাবে শনাক্ত করে সম্মিলিতভাবে সহায়তার আওতায় আনা জরুরি। আশপাশে কোনো সত্যিকারের অসহায় মানুষ চোখে পড়লে প্রশাসনকে অবহিত করার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন সহানুভূতিশীল কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host