শাল্লায় গণভোট নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

শাল্লায় গণভোট নিয়ে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন বদ্ধপরিকর। ভোটারদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব আমরা নিয়েছি, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা উৎসবমুখর পরিবেশে দলবেঁধে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।”
একই সঙ্গে তিনি স্থানীয় শীতার্ত মানুষের কষ্টের কথা বিবেচনা করে দ্রুত শীতবস্ত্র বিতরণেরও আশ্বাস দেন।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসিম চন্দ্র বনিক। সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মো রোকিবুজ্জামান, ৭১ টিভির জেলা প্রতিনিধি শহীদ নূর আহমেদ ও দৈনিক মানবজমিনের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ।
সভায় বক্তারা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অধীনে বরাম হাওরে চলমান হাওর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাজের গুণগত মান বজায় রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাল্লা শাখার উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর