সুনামগঞ্জ জেলা সেচ কমিটির সভা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

সুনামগঞ্জ জেলা সেচ কমিটির সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সেচ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

সভায় বক্তব্য রাখেন, বিএডিসি সুনামগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী (সওকা) কাজী হোসনে আর রাফি, সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র এবং দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. আব্দুল শহীদ।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফারুক আহমদ এবং পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার রকিবুল ইসলাম প্রমূখ।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জ জেলায় সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্প সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ প্রকল্পকে জলবায়ু সহিষ্ণু ও টেকসই প্রকৃতির করতে হবে।

তিনি আরও বলেন, হাওরের অভিজ্ঞ কৃষক ও হাওর বিষয়ে যাদের অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে, তাদের পরামর্শ গ্রহণ করতে হবে। সর্বোপরি প্রকল্প বাস্তবায়নে যেন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক বলেন, সেচের অভাবে যেন কোনো জমি পতিত না পড়ে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জেলার হাওরের পতিত নদীগুলোতে কেউ যাতে অবৈধভাবে বাঁধ দিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর