অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এবং সাবেক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা।

সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী এবং আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ তাজ উদ্দিন।

ডা. মোহাম্মদ মোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সদস্য আব্দুস সোবান রানা মিয়া, মোহাম্মদ মনোয়ার আলী, আব্দুল কাদির, মাসুক আহমদ, একে উছমান গণি, মো. শওকত আলী, মোহাম্মদ আলী নুর ও নাজমা বেগম।

সভায় বক্তারা পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন, পিকনিকের ব্যবস্থা, অন্তত ৭০ বছর বয়সী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, জায়নামাজ, শাড়ি ও জামা-কাপড়, ধর্মীয় গ্রন্থ এবং পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়ে মতামত ও পরামর্শ দেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম গাজীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর