ঢাকা ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬
এমএস সিদ্দিকী, গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাটে বিয়ের আসরেই একটি বাল্য বিয়ে ভঙ্গ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত অ্যাকশন নেয় তারা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গোরাগ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কিশোরী কনে ওই গ্রামেরই ময়নুল ইসলামের মেয়ে। তার বিয়ের সম্বন্ধ পাকা হয় উপজেলার মাতুরতল খুরি গ্রামের মনফর আলীর ছেলে রাজু আহমদ বলাইয়ের সাথে। নির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়ের আসরে কনেকেও বসানো হয়। কিন্তু এলাকাবাসী বাল্য বিয়ের বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বিয়ের আসর ভঙ্গ করে দেয় প্রশাসন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রতন কুমার অধিকারী।
উপজেলা প্রশাসন ও স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, বাল্যবিবাহ শুধু অমানুষিকতাই নয়, এটা হিংস্রতা, সতীদাহ প্রথার ভিন্নরূপ। তাহলে এর প্রতিষেধক কী? সমাধানই বা কী? তারা মনে করেন, গ্রামে-গঞ্জে মেয়েদের বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটানো, যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে, সচেতনতা বাড়ে আর প্রতিবাদী ব্যক্তিত্ব গড়ে ওঠে। পাশাপাশি এর প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং বাল্যবিবাহ নিরোধ আইন এর সফল বাস্তবায়ন করতে হবে। এসব কাজ বাস্তবায়ন করলেই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host