আল হামরা ইন্টারন্যাশনাল লি.’র ২৯তম বার্ষিক সাধারণ সভা

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

আল হামরা ইন্টারন্যাশনাল লি.’র ২৯তম বার্ষিক সাধারণ সভা

সিলেটের অত্যাধুনিক শপিং সেন্টার আল হামরা ইন্টারন্যাশনাল লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কোম্পানির বোর্ডরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সুহেল কাদির চৌধুরী। সভার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন ব্যবস্থাপনা পরিচালক পাবেল কাদির চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কোম্পানির পরিচালক আব্দুল কাইয়ুম। এরপর স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির অন্যতম পরিচালক ড. মোদাব্বের হোসেন।

সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, অধ্যাপক আব্দুল হান্নান, মুসলেহ উদ্দিন চৌধুরী, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাওলানা মেসবাহুল ইসলাম চৌধুরী, হাসান মাহমুদ মসরু, অ্যাডভোকেট সৈয়দ আব্দুল মুকিতসহ দেশ-বিদেশে অবস্থানরত অন্যান্য পরিচালকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশীয় ব্যবসায়ীদের সঙ্গে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের কল্যাণমুখী ও লাভজনক খাতে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর কোম্পানির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৯৯ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠানটির নাম আল হামরা ইন্টারন্যাশনাল লিমিটেড রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা আরও উল্লেখ করেন, আল হামরা শপিং সেন্টার সিলেটের প্রথম আধুনিক শপিং সেন্টার হিসেবে ব্যবসা-বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে এবং সিলেটের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর