ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬
ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা বুধবার (১৪ জানুয়ারি) আল-হামরা ইন্টারন্যাশনাল লিমিটেডের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিশ্বনাথ–উসমানী নগর আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুল হান্নান। সভা পরিচালনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পাবেল কাদির চৌধুরী।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের অন্যতম পরিচালক ও সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ আব্দুল হাই, মুসলেহ উদ্দিন চৌধুরী, মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, পাবেল কাদির চৌধুরী, মাওলানা মেসবাহুল ইসলাম চৌধুরী, ডা. মুদাব্বির হোসেন, আব্দুল কাইয়ুম, কাজি মামুনুর রশীদ, মুরাদ হোসেন, ডা. আক্তার খানসহ দেশ-বিদেশে অবস্থানরত অন্যান্য পরিচালকবৃন্দ।
সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেডের ধারাবাহিক সাফল্য ও আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে ইউনিপেক্স ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো মূল্য, গুণগত মান, সময়মতো ডেলিভারি, শিপিং এবং বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করে বিশ্বব্যাপী ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি কার্যকর ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি করা।
ইউনিপেক্স ট্রেড কর্পোরেশন লিমিটেড আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host