ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬
সুয়েব রানা, জৈন্তাপুর
সিলেট সীমান্তে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে। সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে মাঠপর্যায়ে উপস্থিতি বাড়ানো হয়েছে। সিলেট অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত ৪৮, ১৯ এবং ২৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত পয়েন্টগুলোতে পরিস্থিতি বিবেচনায় বাড়তি সতর্কতা রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তের ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল অংশগুলো চিহ্নিত করে টহল জোরদার, নিয়মিত তল্লাশি এবং সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের চলাচল পর্যবেক্ষণ আরও নিবিড় করা হয়েছে। রাতের নজরদারি বাড়ানোর পাশাপাশি সীমান্ত সড়ক ও গুরুত্বপূর্ণ সংযোগপথে মোবাইল টিমের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা শুধু দায়িত্ব পালনের বিষয় নয়, এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও জাতীয় স্থিতিশীলতা রক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তিনি জানান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা সতর্ক অবস্থানে আছেন এবং প্রাপ্ত তথ্য যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, নির্বাচনকালীন সময়ে সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে আইনানুগ কাঠামো ও পেশাদার পদ্ধতির মধ্যেই তৎপরতা পরিচালিত হচ্ছে। তিনি উল্লেখ করেন, সন্দেহজনক তৎপরতা নজরে এলে স্থানীয়দের সহায়তা ও সময়মতো তথ্য পাওয়া গেলে প্রতিরোধমূলক পদক্ষেপ আরও কার্যকরভাবে নেওয়া যায়, ফলে সীমান্তবাসীর সহযোগিতাকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে তথ্যভিত্তিক নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা যাতে অযথা বিঘ্নিত না হয়, সে দিকেও প্রয়োজনীয় সতর্কতা রাখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী সিলেট সীমান্তে নিরাপত্তা তৎপরতা আরও বাড়ানো হতে পারে এবং নির্বাচনকে ঘিরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রস্তুতি ধারাবাহিকভাবে চলবে। সীমান্ত নিরাপদ থাকলে শুধু রাষ্ট্রের নিরাপত্তাই শক্ত হয় না, শান্তি বজায় থাকে জনপদের প্রতিটি ঘরে, ফলে নির্ভরতার সঙ্গে সামনে এগিয়ে যায় একটি স্থিতিশীল বাংলাদেশ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host