ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, বিশ^নাথ
গৃহ নির্মাণ ও বিবাহ বাবত দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ লাখ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (১৬জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলা রামপাশা ইউনিয়নে পালের চক গ্রামে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়াজ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহীদুর রহমান রুহিন, সহ-সভাপতি ডাক্তার সাইদুর রহমান সৈয়দ, সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সুরমা বেগম, অর্থ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মারুয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, কোষাধক্ষ্য মোহাম্মদ আলী হোসেন, নির্বাহী সদস্য হুমায়রা, আমিনুল ইসলাম, সুনিয়া আক্তার, তাহমিনা আক্তার, ডালিয়া আক্তার, সোহান আহমদ, সাইফুল ইসলাম, শাহানারা বেগম।
আরও উপস্থিত ছিলেন পালের চক গ্রামের তরুন শাহজাহান, মনোহর পুর গ্রামের তরুণ সুজন আহমদ।
ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান দাদু ভাই ছইল মিয়া গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে অতীতে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আমি আশা করি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host