ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, অধ্যক্ষ মো. মোস্তফা মিয়া, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ।
সহ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় ও আনোয়ার আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. আমিনুজ্জামান চৌধুরী, ফেরদৌস আহমদ, প্রিন্সেস হেনা, অ্যাডভোকেট কামরুল আমিন, জোবায়দা বেগম আঁখি, মো. নজরুল ইসলাম, মো. জাকারিয়া রব্বানী, গোলাম কিবরিয়া, মো. বাহা উদ্দিন বাহার, জুয়েল আহমদ, বদরুজ্জামান চৌধুরী, সুমন আহমদ, সালেহ আহমদ, আব্দুর রাজ্জাক শাওন, সাজ্জাদ আহমদ সাজু, সজল আহমদ, আফরোজ তালুকদার, তাহমিদ চৌধুরী, মন্নান আহমদ শাফি প্রমুখ।
সম্মেলনে নাসির উদ্দিন আহমদ চৌধুরীকে সভাপতি ও অ্যাডভোকেট তাজরীহান জামানকে সাধারণ সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলটি ভাষা সিলেটবাসীর আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। রাষ্ট্রভাষার মর্যাদা পেলে সিলটি ভাষার সংরক্ষণ, গবেষণা ও প্রাতিষ্ঠানিক বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও বলেন, সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি কেবল রাজনৈতিক নয়, এটি একটি ঐতিহাসিক ও ন্যায্য দাবি। দীর্ঘদিন ধরে সিলেট অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবহেলিত হয়ে আসছে। তিনি আরো বলেন, সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সম্প্রসারিত হলে জাতীয় অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও সীমান্ত অর্থনীতি বহুগুণে সমৃদ্ধ হবে। এজন্য সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। এসব ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে সিলেটবাসীকে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host