ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
‘সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন দল (বিএনপি) থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। এটি ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।’
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে ও বেগম জিয়ার নেতৃত্বে আনুগত্য থেকে ৪৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। দীর্ঘ এই সময়ে নিজ এলাকা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা সহ সিলেট জেলায় দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয় ম্যাডামের মৃত্যুর দিন আমার নেতা তারেক রহমান যখন মানসিকভাবে বিপর্যস্ত ঠিক তখনই তড়িঘড়ি করে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এটাকে আমি ষড়যন্ত্র বলে মনেকরি।
শুক্রবার বাদ মাগরিব কানাইঘাট গাছবাড়ি বাজার চৌমুহনী এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
চাকসু মামুন আরও বলেন, বেগম জিয়া নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন।তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন। কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। একজন খাঁটি দেশপ্রেমিক রাষ্ট্র প্রধান ছিলেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এই অঞ্চলের জনগণ আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। জনগণ পাশে থাকলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না। কারণ জনগণের রায়ের চেয়ে বড়ো কোনো শক্তি নেই। আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাঁচতে চাই।
উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. আবু শহিদ শিকদারের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সদস্য হেলাল আহমদের
পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা রফিক আহমদ চৌধুরী, ডা. ইয়াকুব আলী, এবাদ মেম্বার, তাজ উদ্দিন, ফরিদ উদ্দিন, আসাদ আলী, লুৎফর রহমান, সুলেমান আহমদ মেম্বার, খলিলুর রহমান, এখলাছ উদ্দিন, শরিফ উদ্দিন,হাবিবুর রহমান, বাবুল আহমদ প্রমুখ।
এর আগে বানীগ্রাম, নয়াগ্রাম ও ৪ নং সাতবাঁক ইউনিয়নের ভবানী গঞ্জ বাজার সহ বেশ কয়েকটি স্থানে পৃথক গণসংযোগ ও পথসভা করেন তিনি। বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host