ঢাকা ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫
শান্তিগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উত্তরণ ক্লাবের উদ্যোগে উত্তরণ ক্লাব ও ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার(১৫ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের শহীদ মিনারের সামনে এই ফল প্রকাশ করেন অত্র স্কুলের সহকারী শিক্ষক ও এমএ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক নীহার রঞ্জন দাস৷ এরপর তা প্রকাশ করে ডুংরিয়া উত্তরণ ক্লাব।
মেধা তালিকায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদর এই তিন উপজেলা থেকে ১ম গ্রেডে-১০ জন এবং ২য় গ্রেডে-১৫ জন করে মোট-২৫জন। তিন উপজেলায় সর্বমোট-৭৫ জন পরীক্ষার্থী ‘এম.এ. মান্নান প্রাথমিক মেধা বৃত্তির মনোনীত করা হয়।
এর আগে গত ২৯ নভেম্বর ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সদরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য যে, প্রাথমিক স্তরে শিশুদের মেধামূল্যায়নের সোপান হিসেবে ‘এম.এ.মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা’ অত্যন্ত সফলতার সহিত ২৫ তম বৎসর যাবৎ অনুষ্ঠিত হয়ে আসছে।
এসময় উপস্থিত ছিলেন, উত্তরণ ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম, উত্তরণ ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম, জুয়েল আহমদ, আমিনুল হক ও সৈয়দুর রহমান প্রমূখ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host